এই মুহূর্তে জেলা

হেলমেটহীন বাইক অভিযানে নেমে বাইক যাত্রী মহিলার সঙ্গে বচসা পুলিশের।

হাওড়া, ২৬ আগস্ট:- হেলমেটহীন বাইক আরোহী ধরার সময়ে এক মহিলার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ল পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় হাওড়ার বালিতে। জানা গেছে, বৃহস্পতিবার বালি থানার পক্ষ থেকে বেলুড় মঠ পোস্ট অফিসের সামনে হেলমেটহীন বাইক আরোহীদের বিরুদ্ধে অভিযান চলছিল। সেই সময় ওই মহিলা ও তাঁর স্বামীর সঙ্গে বাইকে যাওয়ার সময়ে পুলিশ তাঁদের আটকায়। অভিযোগ, বাইক চালক নির্ধারিত মানের হেলমেট পরে থাকলেও পিছনে বসা মহিলার মাথায় ছিলনা নির্ধারিত মানের হেলমেট। এই নিয়ে পুলিশ তাদের আটকালে বাইক থেকে নেমে এসে পুলিশের সঙ্গেই তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন ওই মহিলা।

সেই সময়ে এক পুলিশ কর্মী তাঁকে সরিয়ে দিতে গেলে এই নিয়ে উত্তেজনা ছড়ায়। যদিও ওই মহিলা সংবাদমাধ্যমের সামনে কিছু বলেননি। এমনকি তিনি এই বিষয়ে এখনও পর্যন্ত থানাতেও কোনও অভিযোগ দায়ের করেননি। অন্যদিকে, পুলিশের পাল্টা অভিযোগ ওই মহিলা তাঁদের সঙ্গে অন্যায় আচরণ করেন। পুলিশ কর্মীদেরও উনি তুইতোকারি করে অসম্মান করেন। এই ব্যাপারে হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানান, এই ব্যাপারে এখনই কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ওই মহিলা কোনও অভিযোগ জানালে তখনই বিষয়টি খতিয়ে দেখা হবে।