কলকাতা, ২৪ আগস্ট:- রাজ্যের লাগাতার দাবির কাছে মাথা নুইয়ে গ্রামীণ উন্নয়নের খাতে এবার রাজ্য সরকারকে ১৬০০ কোটি টাকা পাঠাল কেন্দ্র। এক বছরের মধ্যে মোট টাকার ৬০ শতাংশ খরচ করতে পারলে বরাদ্দের বাকি টাকা মিলবে বলে আশ্বাসও মিলেছে। কেন্দ্রীয় সরকার গ্রামোন্নয়নের জন্য বরাদ্দ টাকা আটকে রেখেছে গত দু’বছর ধরে। কেন্দ্রীয় আবাস যোজনা এবং সড়ক যোজনা খাতে এখনও প্রায় দেড় লক্ষ কোটি টাকা কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা। এই টাকা চেয়ে আগামী ২ অক্টোবর দিল্লিতে দরবার করার কর্মসূচি রয়েছে তৃণমূলের।
২১ জুলাই এর মঞ্চ থেকে এই কর্মসূচি ঘোষণা করে করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। দিল্লিতে ওই অভিযানে ১০ লক্ষ লোক হবে বলেও অভিষেকের দাবি। সেই অভিযানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও হাজির থাকবেন বলে জানিয়েছেন। এই চাপের কাছে মাথা নুইয়ে অবশেষে রাজ্যের কিছুটা টাকা মিটিয়ে দেওয়া হল বলে মনে করছে প্রশাসনিক মহল। সরকারি সূত্রের খবর, গত ২২ অগাস্ট প্রথম দফায় ৬৫১ কোটি টাকা এসেছে। বৃহস্পতিবার এল আরও ৯৯৬ কোটি টাকা। পঞ্চায়েত বোর্ড গঠন প্রায় শেষের পথে। এই টাকায় দ্রুত পঞ্চায়েতের কাজকর্ম শুরু করা যাবে বলে আশাবাদী নবান্ন।