এই মুহূর্তে জেলা

মিজোরামে রেল ব্রিজ দুর্ঘটনায় গুরুতর আহত ব্যান্ডেলের ইঞ্জিনিয়ার যুবক।

হুগলি, ২৪ আগস্ট:- ব্যান্ডেল দক্ষিণ নলডাঙার দম্পতি স্বপন ও গীতার দুই ছেলে-মেয়ের মধ্যে শুভ ছোট। বাবা-মা দু’জনেই দুটি কারখানার শ্রমিক। ব্যান্ডেল বিদ্যামন্দিরের ছাত্র শুভ ছোটবেলা থেকেই মেধাবী। উচ্চমাধ্যমিকের পর ছেলের ইচ্ছাতেই চুঁচুড়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি। সেখান থেকেই ২০২০ সালে বিটেক হন। কলেজ ক্যাম্পাসিং থেকেই ওই কোম্পানিতে চাকরির সুযোগ। অতিমারি মেটার পর সেখানে যোগ দিয়েছিলেন। গত দুর্গাপুজোর সময় বাড়িতে এসেছিলেন শুভ। তারপর থেকেই মিজোরামে। ২০২০তে বিটেক (মেকানিক্যাল) করেন ব্যান্ডেলের শুভ সর্দার।

বছর দু’য়েক আগে বেসরকারি নির্মাণ সংস্থায় ইঞ্জিনিয়ার পদে চাকরিতে যোগ দেন। সেই কোম্পানিই দুর্ঘটনায় পড়া মিজোরামের রেল ব্রিজ তৈরির বরাত পেয়েছিল। সাইরাং এলাকায় ১৯৬ নম্বর ব্রিজের যেই অংশ ভেঙে পড়ে, সেখানকার ‘সাইট ইঞ্জিনিয়ার’ ছিলেন শুভ। দুর্ঘটনার পর টানা প্রায় চার ঘণ্টা পাহাড়ের খাদে একটি পিলারে আটকে ছিল শুভ। সকাল দশটায় ঘটা দুর্ঘটনার পর দুপুর দুটো নাগাদ তাঁকে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উদ্ধার করে মিজোরাম হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আইসিসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সাধারণ বেড়ে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার শুভ-র খবর বাড়িতে আসার পর থেকেই দুশ্চিন্তায় পরিবার।