এই মুহূর্তে জেলা

ক্রমশ স্কুলে কমছে ছাত্রের সংখ্যা, কারণ খুঁজতে প্রাক্তনীদের বৈঠক চন্দননগরের স্কুলে।

প্রদীপ বসু, ২১ ফেব্রুয়ারি:- চন্দননগরের নামি কয়েকটা স্কুলের মধ্যে অন্যতম ছিল একটি নাম দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয় সাল ১৮৮৫ খ্রিস্টাব্দে স্থাপিত হয় এই বিদ্যালয়! অনেক নামি কৃত ছাত্র দিয়েছে এই বিদ্যালয়, এই বিদ্যালয়ের একটি বিল্ডিং হেরিটেজ তকমা পায় এই দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয়! কিন্তু বর্তমানে সেটা রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নপ্রায় দশা চেয়ার টেবিল থেকে শুরু করে ব্ল্যাকবোর্ড পর্যন্ত কিছুই অস্তিত্ব নেই ক্লাসরুমে, স্কুলের দেওয়াল ও ছাদ থেকে চুন বালি খসে পড়ার স্তরে রয়েছে

এই বিদ্যালয়ের ক্লাসরুমগুলি ও পুরো তা একই অবস্থা! এর পাশাপাশি স্কুলের একটি অন্য বিল্ডিংএ স্কুলের পঠনপাঠন হয়! এখানে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত দুটি স্তরে স্কুল চলে! কিন্তু বর্তমানে ছাত্রের সংখ্যা এক্কেবারে তলানিতে এসে ঠেকেছে তিনটে বিভাগ মিলিয়ে মোট ছাত্রের সংখ্যা দুর্গাচরণ রক্ষিত বঙ্গবিদ্যালয় ছাত্র সংখ্যা মাত্র ১৪০ জন সেখানে মাস্টারমশায়ের সংখ্যা ৪১ জন অন্যান্য স্কুলের করণিক ও অন্যান্য স্টাফ রয়েছে!

কিন্তু চন্দননগরের অন্যান্য নামি স্কুল গুলো ছাত্রের সংখ্যা প্রায় ১৫০০ থেকে ২০০০ সেখানে এই স্কুলের ছাত্র সংখ্যা এত কম কেন সেই স্কুলের প্রাক্তনী ছাত্ররা! প্রাক্তন ছাত্ররা আজ স্কুল প্রাঙ্গনে বৈঠক করে বর্তমানে ছাত্রের সংখ্যা এত কম কেন কি কারণে দিনের পর দিন ছাত্র সংখ্যা এত কমে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষের কাছে এই মর্মে তারা লিখিত আকারে আবেদন রাখবেন সেই সঙ্গে যদি তাদের কথা না শোনা হয়,

আগামী দিনে শিক্ষা সংসদ থেকে শুরু করে নবান্ন পর্যন্ত তারা লিখিতভাবে জানাবে এবং প্রয়োজনে বিক্ষোভ দেখাবে বলে জানান স্কুলের প্রাক্তন ছাত্ররা! সেই সঙ্গে বিগত বছরগুলো, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্র সংখ্যা ছিল বর্তমানে এই বছরের ছাত্র সংখ্যা এক্কেবারে কম সেটা নিয়েও তারা সোচ্চার হয়েছেন প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষর কাছে জবাবিধি চাইবেন বলে জানান!