এই মুহূর্তে জেলা

দুয়ারে আইনি পরামর্শ কর্মসূচি কানাইপুরে।

হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- আজ থেকে শুরু হল হুগলির কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতে ‘দুয়ারে আইনি পরামর্শ’ কর্মসূচি। রাজ্যে প্রথম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের নিখরচায় আইনি পরামর্শ দেন আইনজীবীরা। শ্রীরামপুর মহকুমা আদালতের আইনজীবীরা পঞ্চায়েতে এসে শিবির করেন। দুয়ারে সরকার প্রকল্পে মানুষজন নানা সরকারি প্রকল্পের যেমন সুযোগ সুবিধা পাচ্ছেন, ঠিক তেমনি এইবার সাধারণ মানুষকে নিজের গ্রামে বসে আইনি পরিষেবা দেওয়ার জন্য এই বিশেষ শিবিরের আয়োজন করেছে কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি জেলায় শেষ হয়েছে দুয়ারে ডাক্তার। পঞ্চায়েতের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে আইনি পরামর্শ নিতে আসা এক উপভোক্তা পঞ্চলতা ঘোষ।

তিনি বলেন, পারিবারিক সম্পত্তি নিষ্পত্তি জন্য টাকার অভাবে কোর্টে যেতে পারিনি। আজ এখানে এসে বিনা খরচে আইনি পরামর্শ নিলাম। কোর্টের আইনজীবিরা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এতে আমার পক্ষে অনেক সুবিধা হবে। শ্রীরামপুর মহকুমা আদালতের আইনজীবী অরুন আগরওয়াল বলেন, জুভেনাইল, ফৌজদারী, দেওয়ানী, মামলার যাবতীয় পরামর্শ দেওয়া হয়। এই পঞ্চায়েতে আসা সমস্ত উপভোক্তা দের আগামীদিনে বিনা খরচে আইনি সহায়তা করা হবে। পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব বলেন, পঞ্চায়েতের মাধ্যমে আর্থিক ভাবে পিছিয়ে পরা মানুষকে আইনি পরামর্শ দিয়ে সহায়তা করা। প্রতি মাসেই একদিন করে এই আইনি পরামর্শ দেওয়া হবে।