এই মুহূর্তে জেলা

চাঁপদানিতে হনুমানজির মন্দির উদ্বোধনে পৌরপ্রধান।

প্রদীপ দাস, ২১ আগস্ট:- নবনির্মিত হনুমানজীর মন্দির ও মূর্তির উদবোধন করলেন চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। চাপদানি ৭ নং ওয়ার্ড এ এই মন্দিরে শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা হল। এই মহতি অনুষ্ঠানে পৌরপ্রধানের সংগে উপস্থিত ছিলেন কাউন্সিলার দারোগা রাজভর, সুরাজ গুপ্ত, কিশোর কেওয়াট সহ স্থানিয় বাসিন্দারা। পুজাঅনুষ্ঠানের পর ৭ নং ওয়ার্ড থেকে এক বিশাল কলস যাত্রা বের হয়। এই কলস যাত্রা পলতা ঘাটে শেষ হয়ে আবার নির্দিষ্ট স্থানে ফিরে আসে। এব্যাপারে পৌরপ্রধান কি বললেন শুনব।