এই মুহূর্তে জেলা

হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৩৮ লক্ষ টাকা। ধৃত ১।

হাওড়া, ১৯ আগস্ট:- ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হিসাববিহীন লক্ষ লক্ষ টাকা। রেল সূত্রে জানা গেছে, সম্প্রতি ‘অপারেশন সতর্ক’ নামের এক অভিযান চলাকালীন রেল পুলিশ উদ্ধার করে ওই বিপুল পরিমাণ নগদ টাকা। এই টাকা বহন করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম মণীশ শেঠ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় ৩৮ লক্ষ টাকা। হাওড়া স্টেশনে রেলের ওই ‘অপারেশন সতর্ক’এর অংশ হিসেবে রেল সুরক্ষা বাহিনী টহলদারি চালানোর সময় হাওড়া স্টেশনের ৮নং প্ল্যাটফর্মে ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয়।

তখনই রেল সুরক্ষা বাহিনী মণীশ নামের ওই ব্যক্তিকে আটক করে জজ্ঞাসাবাদ শুরু করে। তার কথায় বিস্তর অসঙ্গতি থাকায় সঙ্গে থাকা ব্যাগ পরীক্ষা করে ব্যাগে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি এত বিপুল পরিমাণ নগদ টাকার স্বপক্ষে কোনও সদুত্তর দিতে পারেননি। পাশাপাশি এই টাকার কোনও সহায়ক নথি দেখাতে পারেননি। এরপর মণীশকে গ্রেফতার করে ধৃতকে হাওড়া জিআরপির কাছে হস্তান্তর করা হয়।