তরুণ মুখোপাধ্যায়, ৮ ফেব্রুয়ারি:- আগামীকাল আসন্ন পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর তার আগের দিন অর্থাৎ আজ মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন। সেই রকম চিত্র দেখা গেল শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে। ডানকুনি, উত্তরপাড়া কোন্নগর, শ্রীরামপুর, বৈদ্যবাটি, রিষড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ছিলেন বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুবীর ঘোষ,শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল প্রার্থী অমিয় মুখোপাধ্যায়, প্রাক্তন প্রশাসক গৌর মোহন দে, তৃণমূল কো-অর্ডিনেটার সন্তোষ সিং, জয়দীপ মুখোপাধ্যায়, শান্তনু গঙ্গুলি তাপস মিত্র, উত্তরপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল প্রার্থী দিলীপ যাদব এবং স্ত্রী ডলি ঘোষ সহ সমস্ত তৃণমূল প্রার্থীরা।
ডানকুনি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূলের হাসিনা শবনম, বিজেপির জেলার সহ-সভাপতি দেবাশিস মুখোপাধ্যায়, রিষড়া পৌরসভার পার্থসারথি গুপ্তা, জাহিদ হাসান খান, সন্ধ্যা দাস, অভিজিৎ দাস ছাড়াও বেশ কিছু নির্দল প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ডানকুনি পৌরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র, উত্তরপাড়ার ও কোন্নগরের প্রাক্তন পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জী ও পিনাকী ধামালি নির্দল প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র জমা করেন।