হুগলি, ১৭ আগস্ট:- চুঁচুড়ায় জগমোহন ডালমিয়ার নামে প্লেয়ার্স ডর্মিটরির উদ্বোধন হল। বৃহস্পতিবার চুঁচুড়ায় হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে ডর্মিটরির উদ্বোধন করেন ডালমিয়া পুত্র অভিষেক ডালমিয়া ও স্নেহাশিষ গাঙ্গুলি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্বরা। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেন, অনেকের ক্রিকেট খেলার ইচ্ছে থাকে কিন্তু বাড়ি অনেক দূরে হওয়ার ফলে থাকার জায়গার অভাবে তারা প্রশিক্ষণ নিতে পারেন না। একাডেমির সাথে থাকার জায়গা থাকলে তারা আরও ভালো করে প্রশিক্ষণ নিতে পারবে। এই ডর্মিটরি হওয়ার ফলে যারা দূর দুরান্ত থেকে চুঁচুড়া শহরে প্রশিক্ষণ নিতে আসবে তারা থাকার সুবিধাও পাবে।
অভিষেক ডালমিয়া বলেন, চুঁচুড়ায় যতবার আসি নতুন নতুন কিছু দেখতে পাই। চুঁচুড়া শহরবাসী অত্যন্ত ক্রীড়াপ্রেমী। এই ডর্মিটরি হওয়ার ফলে প্রশিক্ষণ নিতে আসা ছাত্র ছাত্রীদের খুব সুবিধা হবে। পাশাপাশি বাবার নামে ডর্মিটরির নামকরণ করায় হুগলি ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনকে কৃতজ্ঞতা জানান।অভিষেক বলেন,বাবা বলতেন একাডেমির সাথে থাকার ব্যবস্থা দরকার যাতে ছাত্র ছাত্রীরা ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারেন। হুগলি জেলা ক্রিড়া সংস্থার নিজস্ব ভবনের এক ও দ্বিতলে দুটি হল ঘরে ২০টি করে মোট ৪০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য রঞ্জিত ঘোষ বলেন, জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে প্রায় ৩০ লক্ষ টাকা খরচ করে এই ডরমিটারি করা হয়েছে।
ঘরে এসি বসানো হয়েছে বাথরুম ঝাঁ চকচকে করা হয়েছে গিজার বসানো হয়েছে। কারণ বাইরের জেলা থেকে যারা খেলতে আসেন তাদের আর কোন ব্যবস্থা ছিল না এতদিন। হোটেল বা লজে ব্যবস্থা করে দিতে হতো। সিএবির যার অফিসিয়াল তারা এলেও থাকার জায়গা পেতেন না। সিএবির প্রশিক্ষণ শিবির হয় মাঝে মধ্যে তখন খুব অসুবিধা হয়। এবার আর সেই সমস্যা হবে না।ডিসটিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের ক্রিকেট সম্পাদক ধর্মেন্দ্র সিং এর প্রচেষ্টায় এই কাজ করতে পেরেছি আমরা। এর আগে ইন্ডোর প্র্যাকটিসের জন্য অ্যাস্টো টার্ফ তৈরী করা হয়েছিল।সেই কাজও শেষ হয়েছে। এখন দিন রাত ইনডোর প্র্যাকটিস হবে।