এই মুহূর্তে জেলা

মৃত স্বপ্নদ্বীপের বাড়িতে এসে মুখ্যমন্ত্রীর তদন্তের আশ্বাস নিয়ে কটাক্ষ নওসাদের।


রানাঘাট, ১৭ আগস্ট:- বকটুই কাণ্ডে মিহিলালের বাড়িতে আমি গিয়েছিলাম, মহিলাল বলেছিল দিদি হে তো ইনসাফ মিলেগা! কিন্তু আজ সেই মিহিলাল শেখ বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরছে, রানাঘাটে মৃত স্বপ্নদ্বীপের পরিবারের সঙ্গে দেখা করতে এসে মুখ্যমন্ত্রী দেওয়া তদন্তের আশ্বাস নিয়ে কটাক্ষ করলেন ভাঙ্গরের আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন নদীয়া রানাঘাটে আসেন তিনি। উল্লেখ্য নদীয়ার হাঁসখালি থানার বগুড়ার ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডু। উচ্চশিক্ষিত হওয়ার আশায় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন। হোস্টেলের ছাদ থেকে তার মৃত্যুর ঘটনায় তোলপাড় উঠেছে গোটা রাজ্যে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বপ্নদ্বীপের পরিবারের সঙ্গে দেখা করেছেন।

গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রীসহ তৃণমূলের পাঁচ প্রতিনিধিদল দেখা করে গেছেন স্বপ্নদ্বীপের পরিবারের সঙ্গে। শিক্ষামন্ত্রী বলেছিলেন মুখ্যমন্ত্রী নিজে পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন। শিক্ষামন্ত্রী এবার সেই প্রতিক্রিয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এর আগে অনেক আশ্বাস দিয়েছিলেন কিন্তু তারা আজ বিরোধী দল করছে। পাশাপাশি তিনি বলেন পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। তার মা বারবার বলছিলেন স্বপ্ন দীপকে ফিরিয়ে দেওয়ার কথা। কিন্তু আমরা তো তা ফিরিয়ে দিতে পারি না। যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের কঠোরতম শাস্তি হোক সেটাও আমরা চাই। সেই আশ্বাস পরিবারকে দিয়েছি, আমরাও স্বপ্নদেবের পরিবারের সঙ্গে রয়েছি।