এই মুহূর্তে কলকাতা

রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৫ আগস্ট:- ৭৭ তম স্বাধীনতা দিবসে রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী এবং রাজ্য সরকারের বিভিন্ন দফতরের একাধিক আমলা। এছাড়াও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা উপস্থিত হয়েছিল স্বাধীনতা দিবসের ওই অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী ছাড়াও অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিজি মনোজ মালব্য। আগেই সামাজিক মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মমতা ব্যানার্জি। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমাদের ইতিহাসের অধ্যায়গুলি সাহস ও স্থিতিস্থাপকতায় লেখা হয়েছে। তেরঙা উত্তোলনের সঙ্গেই, আসুন আমরা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করি এবং তাঁরা যে মূল্যবোধের জন্য লড়াই করেছিলেন, তা বজায় রাখার অঙ্গীকার করি। তাঁদের আত্মত্যাগ আমাদের নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। আসুন আমরা বিভক্তির উর্ধ্বে উঠে, মতভেদকে সরিয়ে রেখে উজ্জ্বল, উন্নত ভারত গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।’ পতাকা উত্তোলনের পর একাধিক দফতরের ট্যাবলো প্রদর্শিত হয়। খাদ্য সাথী, দুয়ারে সরকার, দুয়ারে রেশন, স্বাস্থ্য সাথী সহ একাধিক ট্যাবলোর মাধ্যমে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরা হয়।

উল্লেখ্য, বাংলায় এই প্রথম পুলিশের পাশাপাশি দক্ষ আধিকারিকরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ সম্মানে সম্মানিত হলেন।স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, বিবেক কুমার, মনোজ পন্থ, প্রভাত মিশ্র, সংঘমিত্রা ঘোষ, নারায়ণ স্বরুপ নিগম, শান্তনু বসু, পিবি সালিম, শরদ কুমার দ্বিবেদী, মুক্তা আর্য্য, বীরভূমের জেলাশাসক ডব্লিউবিসিএস বিধান রায় পুরস্কৃত হন। আজ রেড রোডের অনুষ্ঠানে ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ দেওয়া হয় এক জন আইপিএস অফিসারকে। তিনি হলেন, পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি ও আইজিপি শ্রী ত্রিপুরারি অথর্ব।স্বাধীনতা দিবসে ‘মুখ্যমন্ত্রী পুলিশ পদক’ পেয়েছেন ৬ জন আইপিএস অফিসার এছাড়াও এদিন ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’ সম্মান পেলেন পাঁচ জন আইপিএস অফিসার। এঁদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ।