কলকাতা, ১৪ আগস্ট:- রাত পোহালেই স্বাধীনতা দিবস। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, ক্লাব, সংগঠন স্বেচ্ছাসেবী সংস্থা ৭৭ তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজ্য সরকারের উদ্যোগে স্বাধীনতা দিবস পালনে এক গুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথা মাফিক সকালে গান্ধী ঘাটে বিশেষ প্রার্থনাসভায় অংশ নেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মেয়ো রোডে গান্ধী মূর্তিতে মালা দিয়েও শ্রদ্ধা জানাবেন রাজ্যপাল। রাজ্য সরকারের আয়োজনে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন। এরপর প্রশাসন ও পুলিশের বাছাই করা দক্ষ আধিকারিকদের পদক দিয়ে পুরস্কৃত করবেন তিনি। রেডরোডে প্রতি বছরের মত এবারেও একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুল পড়ুয়াদের পাশাপাশি আদিবাসী, রাজবংশী, গোর্খা লোক শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে ‘বাংলার গর্ব দুর্গা মা’ ট্যাবলোতে প্রদর্শিত হবে দুর্গা প্রতিমা। গোর্খা, কুর্মি, রাজবংশী সহ বাংলার সব জাতির প্রতিনিধিরাও মার্চপাস্ট এ যোগ দেবেন। এছাড়া থাকবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, দুয়ারে রেশন, কৃষকবন্ধু প্রকল্পের ওপর ট্যাবলো।
কলকাতা ও রাজ্য পুলিশে মহিলা বাহিনীসহ সব বাহিনী দেখাবে নানা ধরণের কসরৎ।স্বাধীানতা দিবস উপলক্ষ্যে রেড রোড সহ গোটা কলকাতার নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা হয়েছে। জাতীয় পতাকার রং এর সেজে উঠেছে গোটা রেড রোড। গোটা রাস্তার সুরক্ষা নিশ্চিত করতে খোলা হয়েছে কন্ট্রোলরুম। সেখান থেকে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে। স্বাধীনতা দিবসের দিনে রেড রোডে মোতায়ন থাকবে ২০০০ পুলিশ কর্মী। সোমবার সন্ধ্যে থেকেই শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে। রয়েছে ১০০ টি নাকা চেকিং পয়েন্ট। শহর জুড়ে গেস্ট হাউসে তল্লাশি করছে কলকাতা পুলিশ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহর কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার কথা জানানো হয়েছে। সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা বা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্তও বন্ধ রাখা হবে রেডরোড। মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করবেন পুর এবং নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সচিবালয় নবান্নের সামনে পতাকা উত্তোলন এবং ঋষি অরবিন্দ ঘোষ ও সুকান্ত ভট্টাচার্যর জন্মবার্ষিকী উপলক্ষে তার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন সমবায় মন্ত্রী অরূপ রায়। অরবিন্দ ঘোষের জন্মবার্ষিকী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর কাছে কলকাতা ময়দানে তার প্রতি শ্রদ্ধা জানাবেন মন্ত্রিসভার সদস্য ইন্দ্রনীল সেন।