হুগলি, ১৩ আগস্ট:- উত্তরপাড়ায় গ্রেফতার মহারাষ্ট্রের সোনা স্মাগলার! উদ্ধার একশ দশ গ্রাম সোনা নগদ ১৪ লক্ষ টাকা। চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপাড়া থানার বিপরীতে একটি ভাড়া ঘরে চলত এই স্মাগলিং।আসল সোনার সঙ্গে খাদ মিশিয়ে তৈরী হত নকল সোনার বার। সূত্র মারফত বেআইনি এই কারবারের খোঁজ পেতেই তল্লাসী চালায় পুলিশ। উদ্ধার হয় সোনা ও নগদ টাকা। উত্তরপাড়া পুরসভার পাশে একটি আবাসনের তিনতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত মহারাষ্ট্রের সাঙলি জেলার বাসিন্দা সৌরভ রামেশ্বর ও তার ভাই সুশাত মহেশ্বর।
আরো দুজন কর্মচারী ছিল তাদের। সৌরভের স্ত্রী সানিকা সৌরভ মোরে জানান, তার স্বামী ও দেওর উত্তরপাড়ায় থাকত। তিনি দিন কুড়ি আগে আসেন।সোনা গলানোর কারবার তাদের অনেক দিনের। পুলিশ এসে তার স্বামী ও দেওরকে ধরে নিয়ে যায়। ফ্ল্যাট থেকে কিছু পায়নি। মহারাষ্ট্রের চারজন সহ মোট ছয়জনকে গ্রেফতার করে শুক্রবার শ্রীরামপুর আদলতে পেশ করে ছয় দিনের হেফাজতে নেয় উত্তরপাড়া থানার পুলিশ।চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, বেআইনি সোনার কারবার করত অভিযুক্তরা। এই কারবারে আর কারা রয়েছে তা দেখা হচ্ছে।