এই মুহূর্তে জেলা

হাওড়ায় জুনিয়র আইনজীবীকে শারীরিক নিগ্রহের অভিযোগ, আদালতে কাজ বন্ধ রেখে প্রতিবাদ আন্দোলন আইনজীবীদের।

হুগলি, ১১ আগস্ট:- বাইক ধাক্কাকে কেন্দ্র হাওড়া আদালতের এক জুনিয়র আইনজীবীকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার হাওড়া আদালতের কাজ বন্ধ রেখে আন্দোলনে নামেন আইনজীবীরা। আহত আইনজীবীর হাসপাতালে চিকিৎসা চলছে। সিনিয়র আইনজীবীদের তরফ থেকে সমীর বসু রায়চৌধুরী জানান, সামান্য বাইক যাতায়াত নিয়ে ঝগড়া।

তাই নিয়ে আইনজীবীকে মারধর করা হয়। তাকে কলার ধরে থানায় দিতে যায়। ওই আইনজীবীর অভিযোগ নিতে থানা প্রথমে অস্বীকার করে। পরে চাপে পড়ে অভিযোগ নেওয়া হয়। আক্রান্ত আইনজীবীর চোখের আঘাত গুরুতর। আমরা অভিযুক্তের গ্রেফতার এবং পুলিশের বিরুদ্ধে প্রসিডিং হোক এটাই দাবি করছি। তাহলে আমরা আন্দোলন তুলে নেব। প্রসঙ্গত, এদিন আহত জুনিয়র আইনজীবীকে দেখতে হাসপাতালে আসেন হাওড়া আদালতের সিজেএম।