হাওড়া, ১১ আগস্ট:- তৃণমূল ও বিজেপির সমর্থনে বিজেপির জয়ী প্রার্থী হয়েছিলেন প্রধান। কিন্তু বিজেপির মধুচন্দ্রিমা শেষ হতে না হতেই নির্বাচিত প্রধান শুক্রবার শপথ গ্রহণ কেন্দ্রেই তৃণমূলে যোগ দেন। হাওড়ার সাঁকরাইল ব্লকের বাণীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এখানে ১২টি আসনের মধ্যে ৬টি আসনে তৃণমূল জয়ী হয়। বিজেপি ৫টিতে ও সিপিএম ১টি আসন পায়।
সিপিএমের সমর্থন নিয়ে বোর্ড গঠনের আবেদন জানায় বিজেপি। সেই মর্মেই হয় ভোটাভুটি। সেখানে বিজেপির তরফে প্রধান হিসাবে দাঁড় করানো হয় বিজেপির জয়ী প্রার্থী অঞ্জলি রামকে। বিজেপির প্রার্থীকেই সমর্থন করে তৃণমূল ও সিপিএম। আর এরপরেই প্রধান পদে জয়ী হয়ে তৃণমূলে যোগ দিয়ে দেন নব নির্বাচিত প্রধান অঞ্জলি রাম।