এই মুহূর্তে কলকাতা

শীঘ্রই চালু হতে চলেছে ভারত-বাংলাদেশ বিজনেস ডেস্ক।


কলকাতা, ২২ এপ্রিল:- দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসারে কলকাতায় শীঘ্রই একটি ভারত-বাংলাদেশ বিজনেস ডেস্ক চালু হবে বলে সেদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন। গতকাল কলকাতায় ‘ভারত চেম্বার অব কমার্স’ আয়োজিত ‘ইন্ডিয়া-বাংলাদেশ: নিউ হরিজনস অব ট্রেড অ্যান্ড বাইলেটারাল রিলেশন’ শীর্ষক সভায় তিনি এ কথা জানান। সভায় টিপু মুনশিকে এ সংক্রান্ত প্রস্তাব দেন ভারত চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এন জি খৈতান। টিপু মুনশি এ প্রস্তাব সাদরে গ্রহণ করে বলেন, এ বিষয়ে দ্রুত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। তিনি বলেন, আফ্রিকাসহ কয়েকটি দেশের নামে ডেস্ক থাকলেও কলকাতায় বাংলাদেশ ডেস্ক নেই। বাংলাদেশ ডেস্ক চালু হলে বাংলাদেশ সম্পর্কিত সব রকম তথ্য বা সহায়তা পাওয়া যাবে।

দুই দেশের বাণিজ্যের স্বার্থে ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য সম্প্রসারণ গড়ে তুলতে বছরে অন্তত দুবার প্রতিনিধি সম্মেলন শুরু করারও প্রস্তাব দেওয়া হয়েছে। সভায় ভারত চেম্বার অব কমার্সের ব্যবসায়ী প্রতিনিধিরা সীমান্ত এলাকায় নানা সমস্যার কথা তুলে ধরেন। সরকার এই যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ করছে বলে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন। এরাজ্যে বিনিয়োগের ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশসহ কয়েকটি প্রতিবেশী দেশকে ভারত সরকার তাদের দেশে বিনিয়োগের সুযোগ বন্ধ রেখেছে। কিন্তু বাংলাদেশের বহু ব্যবসায়ী এরাজ্যে বিনিয়োগে প্রস্তুত। এরাজ্যের কোনও ব্যবসায়ী বাংলাদেশে ব্যবসা করতে চাইলে তাও তিনি করতে পারেন। মমতা ব্যানার্জির সঙ্গে তিস্তার পানি বিষয়ক চুক্তি নিয়ে অনুষ্ঠানে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসসহ বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।