এই মুহূর্তে জেলা

মঙ্গলাহাট অগ্নিকাণ্ডে সিআইডি’র হাতে গ্রেপ্তার ‘প্রমোটার’ শান্তি রঞ্জন।


হাওড়া, ৮ আগস্ট:- মঙ্গলাহাট অগ্নিকাণ্ডে সিআইডি’র হাতে গ্রেপ্তার ‘প্রমোটার’ শান্তি রঞ্জন দে। হাওড়ার মঙ্গলাহাটের পোড়া মার্কেটের মালিক বলে নিজেকে দাবি করতেন শান্তি রঞ্জন দে। ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের পর থেকেই বিভিন্ন জায়গায় অভিযোগ তুলেছিলেন এই শান্তি রঞ্জন দে’র বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ তুলেছিলেন পোড়া হাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

অগ্নিকাণ্ডের ঘটনার আঠারো দিন পর গ্রেপ্তার হলেন শান্তি রঞ্জন। সিআইডি’র হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের ভার দিয়েছিলেন। সিআইডি তদন্তে নেমে শান্তি রঞ্জন দে’কে গ্রেপ্তার করেছে।