এই মুহূর্তে জেলা

বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা তেতুলতলা বাজার সার্বজনীনের দুর্গাপূজা।

হুগলি, ১৮ অক্টোবর:- বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হলো চাতরা তেঁতুলতলা বাজার সার্বজনীন দুর্গাপূজার lস্থানীয় বিধায়ক, পুরপ্রধান সহ বিশিষ্ট মানুষের উপস্থিতিতে এদিনের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে উঠল জমজমাট। চারিদিকে যখন থিমের ছড়াছড়ি, সেই সময় চাতরার এই সংস্থা সাবেকিয়ানর প্রতিমায় অভিনবত্ব এনেছে, যে প্রতিমা সকলকে মুগ্ধ করবে।

অনুষ্ঠানে উপস্থিত চাপদানির বিধায়ক অরিন্দম গুইণ জানান চাতরা এলাকার পুজো গুলির মধ্যে অন্যতম এই পুজো সবাইকে অবাক করে। এদিনের অনুষ্ঠানে বৈদ্যবাটীর পুরপ্রধান পিন্টু মাহাতো সহ উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টরা।