এই মুহূর্তে কলকাতা

বেসরকারি স্কুলগুলিতে ফ্রি নিয়ন্ত্রণে তৈরি হলো রেগুলেটরি কমিশন।

কলকাতা, ৭ আগস্ট:- রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে ফি নিয়ন্ত্রণের জন্য তৈরি হলোওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই কমিশন অনুমোদিত হল। এবার এটি বিল আকারে বিধানসভায় পেশ হবে। বিধানসভায় পাস হয়ে গেলে এটি রাজ্যপাল এর কাছে অনুমোদনের জন্য যাবে তিনি স্বাক্ষর করলে এই কমিশন আইন হিসেবে চিহ্নিত হবে।

ঠিক হয়েছে কমিশনের মাথায় থাকবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর, বোর্ডের প্রতিনিধি, শিক্ষাবিদ রা থাকবেন। এছাড়া এই কমিশনে আইসিএস ই এবং সি বি এস ই বোর্ডের প্রতিনিধিরা থাকবেন।মূলত এই দুটি বোর্ডের অধীনস্থ ইংলিশ মিডিয়াম স্কুলের ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে এই কমিশন। স্বাস্থ্য কমিশনের ধাঁচে এই কমিশন কাজ করবে।