এই মুহূর্তে জেলা

শ্রাবণী মেলায় ভক্তদের সেবায় জয়হিন্দ বাহিনীর উদ্যোগে শেওরাফুলিতে জলছত্র শিবিরের উদ্বোধনে সাংসদ।

তরুণ মুখোপাধ্যায় , ৬ আগস্ট:- শনিবার রাত থেকে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ ভক্তের ঢল নেমেছে তারকেশ্বরে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে থেকে কাতারে কাতারে মানুষ এসে উপস্থিত হয়েছেন শৈবতীর্থ তারকেশ্বরে। এই উপলক্ষে তীর্থযাত্রীদের সেবার কাজের উদ্দেশ্যে কালীঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় জলছত্র এবং তাদের সেবার কাজ চলছে। হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি এবং বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল ঘোষের উদ্যোগে প্রতি বছরের মতন এ বছরও শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরগামী সকল পূর্ণর্থীদের জন্য শেওড়াফুলি ফাঁড়ির মোড়ে জিটি রোডের উপর জলছত্রের আয়োজন করা হয়েছে।

এদিন এই শিবিরের উদ্বোধন করলেন শ্রীরামপুরের সংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপদানি বিধানসভার বিধায়ক তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন। বৈদ্যবাটি পৌরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো, উপ পুরপ্রধান শান্তনু কুমার দত্ত সহ সকল পৌর সদস্য এবং অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ।