কলকাতা, ৪ আগস্ট:- কিছু বেসরকারি কলেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তাদের অনুমোদন আপাতত স্থগিত রাখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্দেশ দিয়েছেন। এব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। কলকাতা রাজভবনে শুক্রবার স্কুল পড়ুয়াদের নিয়ে আমনে সামনে অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন অভিযুক্ত কলেজগুলির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সমাজ গঠন সম্পর্কে তরুণ প্রজন্মের সঙ্গে নিজের মতামত ভাগ করে নিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্যোগে রাজ ভবনে শুরু হয়েছে আমনে সামনে অনুষ্ঠান। শুক্রবার সকালে রাজভবনে ওই অনুষ্ঠানে কলকাতা ও জেলার ৬ জন পড়ুয়ার সঙ্গে রাজ্যপাল আলাদা আলাদা করে কথা বলেন। বিভিন্ন সামাজিক সমস্যা, সামাজিক অবক্ষয় নিয়েও ওই পড়ুয়ারা সরাসরি রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে মতবিনিময় করেন। সৌম্যজিত সাহা বেলডাঙা, মুর্শিদাবাদ। দ্বাদশ শ্রেণী। দ্বিপায়ন দত্ত, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, নদীয়া।
ফারুক আহমেদ, সংস্কৃত কলেজ। বাড়ি মুর্শিদাবাদ। কলকাতায় পিজিতে থাকে। ডলি সিং, হাওড়া। মাইকা কলেজ হাওড়ার পড়ুয়া। জাহানারা আনসারি, হুগলি। কলকাতা বিশ্ববিদ্যালয়। ঐশিকা সিনহা, আর্মি পাবলিক স্কুল, বালিগঞ্জ। এই ৬ জনের সঙ্গে আজ ঠিক সকাল ৬টা থেকে ১৫ মিনিট করে আমনে সামনে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুধু আলোচনা নয়। বিভিন্ন সামাজিক সমস্যা, সামাজিক অবক্ষয় নিয়েও সরাসরি কথা রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে। কিভাবে মিলল অ্যাপয়েনমেন্ট? রাজভবনের ওয়েবসাইটে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাম এন্ট্রি করানো। তারপর একটা ফোন কল গেল এদের কাছে। কী বলতে চাও রাজ্যপালকে? সমাজের কোন দিকটা তুলে ধরতে চাও? উত্তর ভালো হলেই আমনে সামনেতে যোগদানের সুযোগ। আর্মি পাবলিক স্কুলের ঐশিকা সিনহার বাড়তি পাওনা, তার নিজের পাড়া নিউ আলিপুরের একটি বস্তির ৫ থেকে ১২ বছরের মেয়েদের নিয়ে তার নিজের মাইক্রো স্কিম নিউ আলিপুর ‘বেটি বাঁচাও বেটি পড়াও’। সেই স্কিমের কথা শুনেই বেজায় খুশি রাজ্যপাল অনলাইনে সঙ্গে সঙ্গে ঐশিকার অ্যাকাউন্টে ট্রান্সফার করলেন ১৫ হাজার টাকা।