হাওড়া, ২ আগস্ট:- হাওড়ার শ্যামপুর -১ ব্লকের বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসুদেবপুরে হুগলি নদীতে দুটি জাহাজ পাশাপাশি পাস করার সময় কলকাতামুখী জাহাজটি আটকে পড়লো নদীর চরে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় ৫৮ গেটের পূর্ব বাসুদেবপুরের হুগলি নদীর তীরবর্তী এলাকায়। সূত্র মারফত জানা যায়, বুধবার সকালে হলদিয়া থেকে কলকাতামুখী জাহাজ আসছিল। ওই সময় অপর একটি জাহাজ কলকাতা থেকে হলদিয়ামুখী ছিল।
৫৮ গেটের পূর্ব বাসুদেবপুরের হুগলি নদীতে দুটি জাহাজ নিজেদের পাস দিতে গেলে হলদিয়া থেকে কলকাতামুখী জাহাজটি নদীর চরে আটকে যায়। আর এতেই ঘটে বিপত্তি। এই ঘটনা দেখতে এলাকার মানুষ তো বটেই আশপাশের বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমায়। ঘটনাস্থলে ছুটে আসে শ্যামপুর থানার ৫৮ গেট পুলিশ ফাঁড়ির পুলিশ।