এই মুহূর্তে জেলা

প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা থেকে বাদ প্রকৃত প্রাপকদের নাম, বিক্ষোভ গ্রামবাসীদের।


পূর্ব মেদিনীপুর, ১ ডিসেম্বর:- প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা তালিকা থেকে বাদ পড়েছে প্রকৃত প্রাপকদের নাম। তাই গ্রাম পঞ্চায়েতে অফিস ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। সমীক্ষা করতে আসা কর্মীদের গ্রাম পঞ্চায়েতের অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখায় তারা। বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নম্বর ব্লকের বাধিয়া গ্রাম পঞ্চায়েত, ঘেরাও করে এই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, ২০১৮ সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা তালিকায় তাদের নাম ছিল।

সেইমতো ২০২০ সালে তাদের যাবতীয় নথিপত্র সংগ্রহ করা হয়। কিন্তু নতুন করে ২০২২ সালের সমীক্ষা তালিকায় তাদের নাম নেই। তালিকা থেকে বাদ পড়েছে প্রকৃত দরিদ্র পরিবার গুলোর নাম। তাতেই বেজায় চটে যান গ্রামবাসীরা। সমীক্ষা করতে আসা কর্মীদের আটকে রেখে, গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ। বিক্ষোভ সামিল হন শাসক দলের নেতা তথা ব্লকের ভূমি কর্মাধ্যক্ষ। দাবি একটাই অবিলম্বে ন্যায্য প্রাপকদের বাড়ি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে রামনগর ১ নং ব্লকের বিডিও লিপন তালুকদারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সরকারি কাজ সরকারি ভাবে চলবে। এতে আমার কিছু বলার নেই”।