হাওড়া, ২৮ জুলাই:- বৃহস্পতিবার থেকে হাওড়ার মঙ্গলাহাটের পোড়া হাটের ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু করেছে পুরনিগম। শুক্রবার সেই কাজ অনেকটাই এগিয়েছে। এদিন পোড়া হাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা একটি ফর্ম পূরণ করে তাঁদের নিজেদের ডকুমেন্টস ব্যবসায়ী সমিতির কাছে জমা দিয়েছেন। যাতে নাম, পিতার নাম, বাড়ির ঠিকানা, ফোন নম্বর, স্টল নম্বর, স্টলের সাইজ, কত টাকার ক্ষতি হয়েছে, আধার কার্ড, রেন্ট রিসিপ্ট এর জেরক্স উল্লেখ করতে হচ্ছে। এই বিষয়ে পোড়া হাট ব্যবসায়ী সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক দিলীপ দত্ত জানান, অগ্নিকান্ডের পর বৃহস্পতিবার ঘটনাস্থল সাফাই করার কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আমরা খুশি। আমরা কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষের সঙ্গে আমাদের প্রাথমিক কথা হয়েছে। এখনো পর্যন্ত কিছু ফাইনাল হয়নি।
আমরা একটা ফর্ম পূরণ করাচ্ছি পোটা হাটের ব্যবসায়ীদের। তাতে তাদের ডকুমেন্টস লিখে জমা দিতে বলা হয়েছে। এছাড়া আমরা প্রতি ফর্ম পূরণ বাবদ একশো টাকা করে চেয়েছি। কারণ কোর্টে গেলে তারজন্য প্রথমে একটা খরচ রয়েছে। সেই খরচের টাকার জন্য প্রত্যেককে একশো টাকা করে দিতে আমরা আবেদন জানিয়েছি। এই ফর্মের কপি একটা কোর্টকে দেব এবং একটা রিসিভ আমরা ব্যবসায়ীদের হাতে দেব। মালিকের মুখোশ পরে যারা প্রতারিত করছেন তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সমর্থন এবং সহমত নিয়েই মামলা করা হবে। এখনও পর্যন্ত ৫০৬ জন ফর্ম ফিল আপ করেছেন। পোড়া হাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গৌতম সাহা বলেন, আমাদের দোকান স্টল সব পুড়ে গেছে। আমরা আমাদের নিজেদের ডকুমেন্টস যা আছে সেটা সমিতির কাছে জমা দিতে এসেছি। আমরা ফর্ম ফিল আপ করে আজকে জমা দিচ্ছি। এবং ডকুমেন্টস জমা দিচ্ছি।