এই মুহূর্তে কলকাতা

দুদিন পর নিখোঁজ ছাত্র নিজেই সশরীরে হাজির থানায়, ঘটনাকে ঘিরে ধোঁয়াশা উত্তরপাড়ায়।


কলকাতা, ২৭ জুলাই:- উত্তরপাড়ার মাখলায় ছাত্র নিখোঁজ কাণ্ডে নয়া মোড়, দু দিন পর অবশেষে বাবার হাত ধরে নিজেই টোটো করে থানায় হাজির ছাত্র, নিখোঁজ হওয়া নিয়ে ধোঁয়াশা! গত সোমবার বিকাল থেকে মাখলা সারদা পল্লী থেকে একটি ইংরেজী মাধ্যমের ছাত্র নিখোঁজ হয়, এরপর ছাত্রের পরিবার উত্তরপাড়া থানায় নিখোঁজ ডাইরি করে, এরপর মঙ্গল বার রাতে বিহারের সমস্থীপুর থেকে খোঁজ পাওয়া যায় নিখোঁজ কিশোরের। এরপর নিখোঁজ ছাত্রের বাবা বিভিন্ন সময় তাঁর ছেলে অপহরণ করা হয়েছে এই অভিযোগ করতে থাকেন সংবাদ মাধ্যমে।

যদিও পুলিশ সূত্রের খবর পরীক্ষায় খারাপ ফলাফলের জন্য ওই ছাত্র নিজেই বিহারে যায়। কিন্তু আশ্চর্যজনক ভাবে আজ সকালে নিজেই আত্মীয়ের সঙ্গে বাড়িতে এসে টোটো করে নিজেই বাবার সাথে থানায় হাজির হয় ওই ছাত্র। এই গোটা ঘটনায় নিখোঁজ ছাত্রের বাবার বক্তব্যর বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। পুলিশ আজ ওই ছাত্রটিকে আদালতে পেশ করবে। এরপর তদন্তেই উঠে আসবে আসল তথ্য এমনটাই দাবি পুলিশের।