এই মুহূর্তে জেলা

উন্নত ট্রাফিক সিগন্যাল ও উড়ালপুলের দাবিতে জাতীয় সড়কে অবরোধ হাওড়ায়।


হাওড়া, ২৭ জুলাই:- উন্নত ট্রাফিক সিগন্যাল ও উড়ালপুলের দাবিতে জাতীয় সড়কে অবরোধ হাওড়ার বাগনানে। জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে এবার নিজেরাই সমাধানের পথ দেখিয়ে বিক্ষোভ কর্মসূচি ও অবরোধের পথে নামলেন হাওড়ার বাগনানের বাসিন্দারা। বৃহস্পতিবার বেলা বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করা হয়।

প্রসঙ্গত, বাগনানের আমতা মোড়ে দিন তিনেক আগেই পথ দূর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়। তেমনই এই এলাকায় ছোট বড় পথ দুর্ঘটনাও যেন নিত্যসঙ্গী। অভিযোগ, ১৬নং জাতীয় সড়কের লিঙ্ক রোড এখনো শেষ হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এদিন এক গণস্বাক্ষর কর্মসূচিও নেওয়া হয়।