কলকাতা, ২৭ জুলাই:- রাজ্য পর্যটন নিগমের শীর্ষপদে এলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। এতদিন এই পদে ছিলেন আমলা নন্দিনী চক্রবর্তী। পাশাপাশি পর্যটন দফতরের সচিবের পদেও ছিলেন নন্দিনী চক্রবর্তী।
যদিও ওই দায়িত্বে তিনি থাকছেন। এদিন পর্যটন দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, নন্দিনী চক্রবর্তীর জায়গায় পর্যটন নিগমের চেয়ারপার্সন করা হয়েছে ইন্দ্রনীল সেনকে। পাশাপাশি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ভাইস চেয়ারপার্সন করা হয়েছে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে।