হাওড়া, ১০ নভেম্বর:- আজ উনি ড্রামাবাজি করে এলেন, এরপরে ইডি ডাকলে অনেকটা সময় ওনাকে থাকতে হবে, অভিষেক নিয়ে হাওড়ায় মন্তব্য সুকান্ত’র। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার ডুমুরজলার গার্ডেন প্যালেসে এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসে ওই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অভিষেকের সিজিও কমপ্লেক্সে আসা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, আজকে নথি জমা দেওয়ারই কথা। সেইজন্যই তিনি ইডি’র ডাকে গিয়েছিলেন। এর আগে দেখেছি যখন ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন দেওয়া হতো তখন উনি ডিভিশন বেঞ্চে যেতেন, সেখানে না হলে কপিল সিব্বলের আইনজীবীকে ৭ লক্ষ টাকা ফি দিয়ে সুপ্রিম কোর্ট অবধি দৌড়তেন। যেহেতু আজকে জানেন শুধু নথিটা জমা দিয়ে চলে আসতে হবে তাই তিনি গিয়েছিলেন।
ড্রামাবাজি করে এলেন। চিন্তা নেই এরপরে যেদিন ডাক পাবেন সেদিন চা খাবেন। অনেকটা সময় ওখানে থাকতে হবে। অন্য প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেস শুধু বিজেপির শত্রু নয়, তৃণমূল কংগ্রেস যেভাবে ভারত বিরোধী শক্তির সঙ্গে হাত মেলাচ্ছে, আগামী দিনে বাংলায় পশ্চিমবঙ্গবাসী থাকতে পারবে কিনা, না বাংলা পশ্চিমবঙ্গে থাকবে বা বাঙালি হিন্দুরা বা অন্য হিন্দুরা থাকতে পারবে কিনা যথেষ্ট চিন্তা আছে। মহিলারা হচ্ছেন কালীর রূপ, এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, কোন কালীর কথা বুঝতে পারছি না। কারণ উনি তো বলেছেন মা কালী নাকি মদ খায়। কোন কালীর কথা বলছেন উনি। একদিকে মা কালীকে অপমান করবেন। বাংলার মেয়েরা অবশ্যই মা কালীর রূপ। কিন্তু এই ধরনের মেয়েরা নয়। যারা তার নিজের লগ ইন আইডি অন্য একজনকে দিয়ে দেয় এবং দুবাইয়ে বসে সেই লগ ইন আইডি থেকে সাংসদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তার বদলে লিপস্টিক, পাউডার সেই সমস্ত গিফট নেয় বাংলার মহিলারা এতো সস্তা নয়।