এই মুহূর্তে কলকাতা

রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৫ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাজভবন থেকে বেড়িয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, মূলত বিধানসভার চলতি অধিবেশন নিয়ে আলোচনা করতেই তাঁর রাজভবনে আসা। কয়েকটি বিল বিধানসভায় পেশ করা হবে। যেগুলো অর্থবিল। তা নিয়েই তিনি রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন। বিশ্ব বিদ্যালয়ের আচার্য বিল সহ বেশ কিছু বিল রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় আছে।

সেগুলো নিয়ে তাঁর সঙ্গে রাজ্যপালের আজ কথা হয়নি বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিরোধী ইন্ডিয়া জোটকে জঙ্গী গোষ্ঠীর সঙ্গে তুলনা করায় মুখ্যমন্ত্রী তাঁকে পাল্টা কটাক্ষ করেছেন। রাজভবনের বাইরে মুখ্যমন্ত্রী প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইন্ডিয়া নামটা প্রধানমন্ত্রীর পছন্দ হয়েছে মন থেকেই গ্রহণ করেছেন। সাংবাদিকরা প্রশ্ন করলে কিছু তো বলতে হয় তাই বলেছেন। ইন্ডিয়া মাতৃভূমি, তাই যত এই নাম নিয়ে বাজে কথা বলা হবে তত মনে করতে হবে এই নাম তাঁদের পছন্দ হয়েছে।