এই মুহূর্তে জেলা

হাওড়ায় জাতীয় সড়কে পাঁচটি গাড়ির সংঘর্ষ, আহত ৪।

হাওড়া, ২৪ জুলাই:- হাওড়ায় বালি হল্টের কাছে জাতীয় সড়কের টোল রোডে দুর্ঘটনা। একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেড ভেঙে টোল ফ্রি রোডে ঢুকে দুর্ঘটনার মুখে পড়ে। চারটি গাড়ি ও একটি স্কুটিকে ধাক্কা মারে। স্কুটিটি ট্রেলারের তলায় ঢুকে যায়। এই দুর্ঘটনায় চারজন আহত হন। উত্তরপাড়া হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টারও বেশি জাতীয় সড়কের কানেক্টরে বিশাল যানজটের সৃষ্টি হয়। বালি ট্রাফিক পুলিশ এসে উদ্ধারকাজে নামে। এই মুহূর্তে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, এদিন আরও একটি দুর্ঘটনা ঘটে হাওড়ার বাগনানের লাইব্রেরি মোড়ে। সেখানে ট্রাফিকের সিগন্যাল হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে পরপর গাড়িতে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় আহত হন চারজন। এরা সকলেই বিভিন্ন গাড়ির চালক। জানা গিয়েছে, বাগনানের লাইব্রেরি মোড়ের কাছে সোমবার সকালে সিগন্যাল লাল হয়ে যাওয়ায় সিগন্যালের সামনে থাকা গাড়ি আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে পড়লে গাড়ির পিছনে এসে ধাক্কা মারে পরপর গাড়ি। দুর্ঘটনার ফলে কিছুক্ষণ ১৬ নম্বর জাতীয় সড়কে একটি লেনের যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।