হুগলি, ২১ জুলাই:- একুশে জুলাই অভিনব পদ্ধতিতে শহীদ তর্পণ করে শহীদ সমাবেশে অংশগ্রহণ করতে বেরিয়ে পড়লেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা সম্পাদক আচ্ছে লাল যাদব। এ দিন তিনি শহীদ তর্পণে কোন্নগর সত্যভারতী আশ্রমে পৌঁছে আশ্রমের আবাসিক অসহায় ২১ জন বৃদ্ধা এবং ২১ টি শিশুর হাতে নতুন বস্ত্র এবং মিষ্টি তুলে দিয়ে গেলেন।
এ বিষয়ে তিনি বলেন একুশে জুলাই আমরা শহীদ তর্পনে সবাই ধর্মতলা সমাবেশে যাই, কিন্তু আমাদের সমাজে বেশ কিছু মানুষ আছেন যাদের পাশে আমাদের থাকতে পারলে আরো বেশি আনন্দ পাওয়া যায়। আজ একুশে জুলাই তাই আমি ২১ জন মহিলা এবং ২১ জন শিশুকে নতুন বস্ত্র তুলে দিলাম এবং আগামী লোকসভা নির্বাচনে ২১ + ২১= ৪২ টি লোকসভা আসনেই জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস।