হাওড়া, ১১ জুলাই:- হাওড়ার বালি-জগাছা ব্লকের পল্লীমঙ্গল স্কুলে আবারও উত্তেজনা। এবার ব্যালট পেপার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। স্কুলের গেটের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদে নামলো সিপিএম। রীতিমতো রণক্ষেত্র হয়ে উঠেছে হাওড়ার বালি-জগাছা ব্লকের পল্লীমঙ্গল স্কুল। পল্লীমঙ্গল স্কুলে সকাল থেকেই রণক্ষেত্র চেহারা নিয়েছে।
সিপিএম বিজেপি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং খন্ডযুদ্ধ হয় এখানে। বিরোধীদের অভিযোগ পুলিশ সক্রিয়ভাবে তৃণমূলের হয়ে কাজ করছে। বসতে দিচ্ছে না তাদের এজেন্টদের। শুধু তাই নয় মারধর করে বার করে দেওয়া হচ্ছে। এই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং রণক্ষেত্র হয়ে রয়েছে বালি-জগাছার পল্লীমঙ্গল স্কুল।