হুগলি, ৮ জুলাই:- পুলিশের এক কর্মী ভোটারদের হাতে ধরে ভোট করিয়ে দিচ্ছেন। অবাক ছবি পোলবা পঞ্চায়েতের ১০ নম্বর বুথ, উচাই প্রাথমিক বিদ্যালয়ে। ওই বুথের ভিতরেই রয়েছেন সেই পুলিশ কর্মী। তিনিই ভোটারদের হাত ধরে ব্যালট পেপার বক্সে ফেলা দেখিয়ে দিচ্ছেন।
ওই কেন্দ্রের ভোটাররই এই অভিযোগ করছেন।এবিষয়ে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, পুলিশ তৃণমূলের হয়ে ভোট করবে বলেই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়নি।