এই মুহূর্তে কলকাতা

সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের সহায়তা করতে এগিয়ে এলো প্রেসিডেন্সি কলেজের কৃতি প্রাক্তনীরা।

কলকাতা, ১০ আগস্ট:- সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তা করতে রাজ্য সরকারের পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার এবার প্রেসিডেন্সি কলেজের কৃতি প্রাক্তনীদের সহায়তা নেবে। এই উদ্দেশ্যে মঙ্গলবার প্রেসিডেন্সি প্রাক্তনী সংসদের সঙ্গে এসএনটিসিএসএসসি-র একটি মউ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক সুরজিৎ কর পুরকায়স্থর উপস্থিতিতে ওই চুক্তি স্বাক্ষর করেন কোর্স ডিরেক্টর রাজনবীর সিং কাপুর।

প্রেসিডেন্সি প্রাক্তনী সংসদের তরফে সংগঠনের সম্পাদক কৌশিক সাহা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুরোধে এ দেশে এবং বিদেশে থাকা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কৃতি প্রাক্তন ইরা রাজ্যের আইএএস এবং আইপিএস পরীক্ষার্থীদের পথপ্রদর্শক হওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। রাজনবীর সিং কাপুর জানান, প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের মনোবল বাড়াতে এই কোর্সের সূচনায় উদ্বোধনী ভাষণ দিতে রাজি হয়েছেন।