এই মুহূর্তে জেলা

ভোট কর্মীদের ভোটগ্রহণ শুরু হুগলিতে।

হুগলি, ৩ জুলাই:- ভোটকর্মীদের ভোট গ্রহণ শুরু হয়ে গেল। যে সমস্ত ভোট কর্মীরা ভোটগ্রহণ কেন্দ্রে ভোট নেওয়ার কাজ করবেন, সেই ভোট কর্মীরা সিঙ্গুর পঞ্চায়েত সমিতিতে পোলিং স্টেশনে লাইন দিয়ে ভোট দিচ্ছেন। গ্রামপঞ্চয়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের ভোট দিচ্ছেন ভোট কর্মীরা। কড়া পুলিশি ব্যাবস্থায় চলছে ভোটগ্রহণ। পোলিং এজেন্ট থেকে পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার রয়েছে ভোটগ্রহণ কেন্দ্রে।

ব্যালট বক্স পাহারায় রয়েছে রাজ্য পুলিশ। তবে ভোটকর্মীরা যে আতঙ্কিত, তা তারা পরিষ্কার ভাষায় জানিয়েছে। যেহেতু বুথে কোনো কেন্দ্রীয় বাহিনী থাকছে না, সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অপর এক ভোট কর্মী জানিয়েছেন, বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী থাকলে কোনো অবাঞ্ছিত ভোটার বুথে ঢুকে গন্ডগোল করতে পারবে না। তাতে ভোটকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হবে না।