বাঁকুড়া,২ মার্চ:- বাঁকুড়ার গঙ্গাজলঘাটির ৬০ নং জের আগমনে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।জাতীয় সড়কে আগমন ঘটে এই গজরাজের। গজরাজ জঙ্গল ছেড়ে রাজপথে। রাজপথে তার রাজকীয় মেজাজে হাঁটা চলা দেখার ভীড় জমেছে চোখে পড়ার মতো। সোমবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটির এলাকার ঘটনা। গজরাজের ভয়ে আতঙ্কিত হয়ে অনেকে দোকানের ঝাঁপ নামিয়ে দেন। এলাকার মানুষ দাঁতল হাতিটিকে তাড়া করতে শুরু করে। সেখানে কয়েক ঘন্টা রাজ করার পর ফিরে যায় জঙ্গলে। হাঁফ ছেড়ে বাঁচেন এলাকার মানুষ।কোন প্রকার উপদ্রব না করেই জঙ্গলে ফিরে যায়।