এই মুহূর্তে কলকাতা

রাজ্যসভার ভোটে অংশ নিতে পারবেন জেল বন্দি তিন বিধায়ক।

কলকাতা, ৩০ জুন:- আসন্ন রাজ্যসভার নির্বাচনে যদি শেষ মুহূর্তে ভোটাভুটি হয় তবে তাতে অংশ নিতে পারবেন এই মুহূর্তে জেলবন্দি তিন বিধায়ক। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহা। আইন অনুযায়ী তাঁদের যেহেতু বিধায়ক পদ খারিজ হয়নি, কেবল জেল বন্দি আছেন, ফলে বিধানসভায় নির্বাচন সংক্রান্ত ভোটাভুটিতে (রাজ্যসভা, রাষ্ট্রপতি নির্বাচন) অংশ নিতে পারেন। তাঁরা যদি ভোট দিতে চান, তাহলে তাঁদের এই মর্মে কোর্টে আবেদন করতে হবে।

আদালতের অনুমতি সাপেক্ষে তারা ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। আগামী ২৪ জুলাই পশ্চিমবঙ্গে সাতটি রাজ্যসভা আসনে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে সূত্রের খবর, এ বার ভোট না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, ছ’টি আসনের মধ্যে একটি জয়ের জন্য সরাসরি ৪২ জন বিধায়কের সমর্থনের প্রয়োজন। ফলে পরিষদীয় পাটিগণিতের নিয়মে তৃণমূল পাঁচটি এবং বিজেপি একটিতে জিততে পারে। কিন্তু বিজেপি দ্বিতীয় আসনটি জয়ের চেষ্টা করবে বলে কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত মেলেনি।