হুগলি, ১৯ জুন:- পঞ্চায়েত ভোটে গোঁজ কাঁটা মোকাবিলায় নির্দলদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার আর্জি আগেই জানিয়েছিল তৃণমূল নেতৃত্ব। সোমবার হুগলি সাংগঠনিক জেলা নেতৃত্বর তরফে সাংবাদিক বৈঠক করে আর ও একবার সেই বার্তা দেওয়া হয়। সেখানে ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুঁই ও অসীমা পাত্র। অরিন্দম গুঁই বলেন,কর্মীদের মনে ভোটে দাঁড়ানোর বাসনা থাকে।সেটা স্বাভাবিক। কিন্তু সবাই কে তো দল টিকিট দিতে পারেনা।
তাই যাদের প্রতীক দেওয়া হয়েছে তারাই তৃণমূলের হয়ে ভোটে লড়বেন। বাকিরা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। ভোটের পর কোনো আসন থেকে নির্দল হয়ে জিতে আসা কাউকে দলে নেওয়া হবে না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কথা স্মরণ করিয়ে দেন। যে বা যারা টিকিট পাননি সেই বিষয়ে অরিন্দম বলেন, পরিবার বড় হলে মান অভিমান থাকে। সেগুলি মিটিয়ে নিয়েই ভালো ভাবে তৃণমূল জয়ী হবে।