এই মুহূর্তে জেলা

উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর, তৃণমূল-আইএসএফ সংঘর্ষ।


হাওড়া, ১৭ জুন:- পঞ্চায়েত ভোটের আগে এবার উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর। তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। হাওড়া জগৎবল্লভপুরের ইছানাগরিতে গতকাল রাতে ওই ঘটনা ঘটে। ব্যাপক বোমাবাজির ঘটনার পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আহত বেশ কয়েকজন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ও র‍্যাফ। বেশ কিছু বাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আইএসএফের অভিযোগ, ওই এলাকার একটি মাঠে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে তারা মিটিং করছিলেন। স্কুটিনি এবং ভোট পরিকল্পনা নিয়ে মিটিং করছিলেন তারা। সে সময় তাদের উপর হামলা চালানো হয়। শাসক দলের পাল্টা অভিযোগ এখানে কিছু দুষ্কৃতী জমা হয়েছিলেন দুষ্কৃতী মূলক কার্যকলাপের জন্য। অবশেষে তাদের হাতে ধরা পড়ে পালাবার চেষ্টা করে। এবং পালানোর সময় ওরাই বোমা ছোঁড়ে। তবে ঘটনাস্থলে পুলিশ চলে আসায় দুষ্কৃতিরা পালিয়ে যায়।