এই মুহূর্তে কলকাতা

বাম আমলে যারা মারা গিয়েছিলেন তার তথ্য কি সংবাদমাধ্যম দিচ্ছে ? প্রশ্ন চন্দ্রিমার।


কলকাতা, ১৭ জুন:- বাম আমলে যারা মারা গিয়েছিলেন তার তথ্য কি সংবাদমাধ্যম দিচ্ছে? এমনই প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার সকালে হাওড়ার শরৎ সদন বেসমেন্ট হলে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে তিনি একথা বলেন। এদিন সাংবাদিকেরা মন্ত্রীকে প্রশ্ন করেন, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শেষদিন পর্যন্ত কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে বৃহস্পতিবার রাতে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। তাদের দাবি ছিল রাজ্য পুলিশ মৃত্যুর বিষয়ে কোনও রিপোর্ট জমা করেনি। এই বিষয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “নির্বাচন কমিশন নিয়ে আমার যেমন বলার কোনও ব্যাপার নেই, আবার রাজ্য সরকার যা বলেছে তার উপরেও আমার বলার কোনও ব্যাপার নেই।

তবে এটাও বলতে চাই, যতজন মারা গিয়েছিলেন সিপিএমের আমলে তার তথ্য কি সংবাদমাধ্যম দিচ্ছে? সুতরাং, ওসব বলে লাভ নেই। আমাদেরও অনেক কর্মীর অনেক আঘাত লেগেছে।” এদিন সাংবাদিকেরা বলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে শনিবারই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। এর উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যেতেই পারে। সেটা তাদের বিষয়।” বিরোধীদের অভিযোগ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বিরোধীরা তো অনেকবার পাক খেল আদালতে। যদি জোর করেই ভোট করানো হতো, তাহলে তো আদালত নির্বাচন প্রক্রিয়াই বাতিল করে দিত। তা তো করেনি। সময়সীমা অবধি বাড়ায়নি। তাহলে আবার কি।”