এই মুহূর্তে জেলা

প্রার্থীপদ প্রত্যাহারের জন্য ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।

হাওড়া, ১৬ জুন:- এবার পঞ্চায়েত ভোটের প্রার্থী পদ প্রত্যাহারের জন্য ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠলো তৃণমূলের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। এই নিয়ে হাওড়ার পুলিশ কমিশনার, জেলাশাসক, বিডিও সহ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী। জানা গেছে, ২৪ ঘন্টার মধ্যে প্রার্থী পদ প্রত্যাহার করা না হলে বিজেপি প্রার্থী ও তাঁর স্বামী সহ গোটা পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছেন তৃণমূল প্রার্থীর স্বামী স্থানীয় এক তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হাওড়ার লিলুয়া থানার মাঝেরআট এলাকায়। জানা গেছে, সুপর্ণা সর্দার লিলুয়া মাঝেরআটের বাসিন্দা, যিনি ডোমজুড় বিধানসভার জগদীশপুর অঞ্চলের ৯২ নম্বর বুথ থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবার গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসেবে বালি-জগাছা ব্লকে তাঁর মনোনয়ন জমা দিয়েছেন। তারপরেই বৃহস্পতিবার রাত একটা নাগাদ লিলুয়া জগদীশপুর অঞ্চলের স্থানীয় ওই তৃণমূল নেতা, সুপর্ণার স্বামীকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন সুপর্ণা বিজেপির প্রার্থী হওয়ার জন্য।

শুধু তাই নয়, ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী পদ প্রত্যাহারের জন্য ওই তৃণমূল নেতা প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ। সুপর্ণা দেবীর অভিযোগ, এর পাশাপাশি তাঁর পরিবারের লোকেদের খুন করার হুমকি এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে বলে শাসায় অভিযুক্ত ওই তৃণমূল নেতা। এই ঘটনার পর সুপর্ণা সর্দার লিলুয়া থানায় অভিযোগ জানান। তিনি পুলিশকে জানান, তিনি এবং তার পরিবার এই ঘটনায় খুবই ভীত সন্ত্রস্ত। তাঁরা পরিবার সহ প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন। তাই যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় এই কারণে তিনি লিলুয়া থানা সহ হাওড়ার পুলিশ কমিশনার, হাওড়ার জেলাশাসক এবং বালি-জগাছা বিডিও’র কাছে অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, এর পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে সিপিএম প্রার্থীকে প্রকাশ্যে হুমকির অভিযোগ উঠেছে হাওড়ার লিলুয়ার চামরাইলে। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে লিলুয়া থানায়। পঞ্চায়েত ভোটে নাম প্রত্যাহার না করা হলে বাড়ি ভাঙচুর করা হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।