এই মুহূর্তে জেলা

গরু পাচারে বড় ভূমিকা রয়েছে পুলিশের: ভারতী ঘোষ


শিলিগুড়ি, ১৮ অক্টোবর:- রবিবার শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিভিন্ন এলাকায় কেন্দ্র সরকারের নতুন কৃষি আইনের সমর্থনে কৃষকদের সাথে বৈঠক করলেন বিজেপির রাজ্য সহসভানেত্রী ভরতী ঘোষ। এদিন তিনি প্রথমে লেউসিপাকুড়িতে নতুন কৃষি আইনের সমর্থনে কৃষকদের সঙ্গে দেখা করে বৈঠক করেন। এরপর টামবাড়ি ও পড়ে করনগছে বৈঠক করেন কৃষকদের সাথে। সব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সহসভানেত্রী ভরতী ঘোষ বলেন যে এদিন ফাঁসিদেওয়া ব্লকের বিভিন্ন এলাকায় কৃষকদের সঙ্গে দেখা করলাম এবং তাদের বোঝালাম নতুন কৃষি আইন সম্পর্কে। এর পাশাপাশি তিনি আরও যে মানুষ চাইছেন পরিবর্তন। ২০১১ সালে পরিবর্তন বলে যারা এসেছিলেন।

সেই পরিবর্তনের পরিবর্তন চাইছেন উত্তরবঙ্গের মানুষ। তার কারণ মানুষ এখন হাঁপিয়ে উঠেছেন। এবং এখানে দেখে দেখলাম কিছু কিছু থানার ইনচার্জ শাসক দলের হয়ে দালালি করছে। একটাও মিটিং করতে দিচ্ছে না পুলিশ। এমনকি চার পাঁচজন একসাথে বসে একটু কথা বলবে সেইটাও করতে দিচ্ছেন না। যেন উত্তরবঙ্গে এমারজেন্সি চলছে এবং সব জায়গায় ১৪৬ ধারা জারি রয়েছে। এইটা হয় না আমাদের গনতন্ত্রে বাকস্বাধীনতা থাকা উচিত। আমি এদিন এখানে এসে একটি স্কুলে বসে ছিলাম কয়েকজন কার্যকর্তা নিয়ে। কিন্তু স্কুলের কোন মাথাব্যথা নেই তবে থানার ওসির মাথাব্যথা রয়েছে। তাই আমি একটা বার্তা দিতে চাই থানার ওসিকে আইন মেনে কাজ করুন তা না হলে আমরা যখন ২০২১ সালে ক্ষমতায় আসবো তখন আইন মেনেই আপনাদের নামে মামলা করবো। আর পুলিশ আগে ছিল দালাল এখন তৃণমূল কংগ্রেসের হয়ে যৌথসন্ত্রাস চালাচ্ছে। এব গরু পাচারে পুলিশের একটা বড় ভূমিকা রয়েছে। পুলিশ গরু পাচারের কাটমানি খাচ্ছেন।