এই মুহূর্তে কলকাতা

দায়িত্ব বাড়ল মুখ্যমন্ত্রীর, দপ্তরের সংখ্যা বেড়ে ৯।


কলকাতা, ১৫ জুন:- পঞ্চায়েত ভোটের মুখে রাজ্য মন্ত্রিসভায় ছোটখাটো রদবদল। দ্বায়িত্ব কমল মানস ভূঁইয়ার। তাঁর হাত থেকে পরিবেশ দফতরের দ্বায়িত্ব নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর হাতে থাকা দফতরের সংখ্যা বেড়ে হল ৯। তাঁর হাতে থাকছে -স্বরাষ্ট্র, কর্মিবর্গ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার, তথ্য ও সংস্কৃতি, যোজনা, সংখ্যালঘু বিষয়ক ও পরিবেশ দফতর। অন্যদিকে মানস ভুঁইয়ার হাতে থাকল শুধুমাত্র জলসম্পদ বিভাগের দ্বায়িত্ব। কেন মানস ভুঁইয়ার হাত থেকে দফতর ছাঁটাই তা নিয়ে জল্পনা চলেছে। তৃণমূলের দলীয় সূত্রে দাবি অভিজ্ঞ রাজনীতিক মানসকে সাংগঠনিক কাজে আরও বেশি করে ব্যবহারের উদ্দ্যেশ্যেই তাঁর প্রশাসনিক দ্বায়িত্ব হালকা করেছেন মুখ্যমন্ত্রী।

আবার কদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলায় সাংগঠনিক বৈঠকে প্রকাশ্যেই মানস ভুঁইয়ার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, মানস দা খালি সবং নিয়ে পড়ে থাকলে হবে? মূর্তি বসবে সবংয়ে, স্টেডিয়াম হবে সবংয়ে, মাদুর কাঠির ক্লাস্টার হবে সবংয়ে। জেলায় বাকি জায়গাও তো রয়েছে। পিংলা, ঘাটাল এলাকার উপরেও মানসকে নজর দিতে বলেছিলেন তৃণমূলেনেত্রী।সেদিনের ঘটনার সঙ্গে এদিনের রদবদলের কোনও যোগ আছে কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।