এই মুহূর্তে কলকাতা

পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ পোর্টাল তৈরি হচ্ছে রাজভবনে।

কলকাতা, ১৪ জুন:- ভিন রাজ্যে কাজ করতে যাওয়া এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য রাজভবন বিশেষ পোর্টাল তৈরি করছে। সেখানে ওই শ্রমিকেরা নিজেদের অভাব অভিযোগ সমস্যা ও প্রয়োজনের কথা সরাসরি রাজ্যপাল কে জানাতে পারবেন। কেরালার তিরুবন্তপুরম ও কল্লামে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বৈঠকে রাজ্যপাল সিভি আনন্দ বোস এ কথা ঘোষণা করেছেন।

তিনি জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের দাবি-দাওয়া এবং অভিযোগ রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত নিরসন করা হবে। রাজ্যপাল পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাজ্যগুলি থেকে কেরালায় কাজ করতে যাওয়া ওই শ্রমিকদের জন্য এককালীন এক হাজার টাকা করে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেন। ওই আর্থিক সাহায্য তাদের জন ধন একাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে।