কলকাতা, ১৩ জুন:- ● ৯ তারিখ থেকে নমিনেশন প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও, নির্বাচনে কারা অংশ নিতে পারবেন, প্রার্থী হবেন, সেই সংক্রান্ত নির্দেশিকা জারি হ’ল মনোনয়ন পর্ব শুরু হওয়ার ৪ দিনের মাথায়। ● অভিযোগ উঠেছে, এই ৪ দিনে অনেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, কমিশিনার যাঁরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ● কারা কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না?
রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা মোতাবেক ― ১. পঞ্চায়েত tax কালেক্টর ২. রেশন ডিলার ৩. হোম গার্ড, সিভিক ভল্যান্টিয়ার ৪. পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মচারী ৫. গ্রাম রোজগার সেবক ৬. গ্রামস্তরের উদ্যোগপতি ৭. পঞ্চায়েতের দক্ষ কারিগরি কর্মী ৮. শিক্ষা বন্ধু ৯. স্বাস্থ্য কেন্দ্রের জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ১০. ইউথ ভল্যান্টিয়ার (চুক্তি ভিত্তিক) ১১. চুক্তিভিত্তিক স্বাস্থ্য আধিকারিক ১২. ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা ১৩. পঞ্চায়েত স্তরের অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ১৪. চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মী ১৫. জেলা প্রাথমিক বিদ্যালয়ের কাউন্সিলের চেয়ারম্যান ১৬. বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর।