হাওড়া , ১৯ জুন:- মানসিক অবসাদে আত্মঘাতী হল দশম শ্রেণির এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকায়। শিবানী সাউ ( ১৬ ) নামের ওই ছাত্রী পড়ত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। পরিবারের অনুমান, লকডাউনের সময় অনলাইনে পড়াশোনা চালু হলেও তার কাছে স্মার্ট ফোন না থাকায় পড়াশোনায় সে অন্যদের থেকে পিছিয়ে পড়েছিল। এই কারণেই সে মানসিক অবসাদে ভুগছিল বলে পরিবারের অনুমান। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। নিশ্চিন্দা থানা এলাকার প্রফুল্লনগরে বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে। ঘরের জানলা থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, বালির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত সে।পরিবারের অনুমান, লকডাউনের মধ্যে অনলাইনে পড়াশোনা করতে পারেনি বলে সে মানসিক চাপের মধ্যে ছিল কিছুদিন ধরে। লকডাউনের সময় থেকেই নিশ্চিন্দায় ভাড়া বাড়িতে বড় দাদার সঙ্গে ছিল সে। বাবা-মা আর ছোট ভাই দেশে চলে গিয়েছিল লকডাউনের দিনতিনেক আগে। লকডাউন হয়ে যাওয়ার কারণে তারা হাওড়ার বাড়িতে ফিরতে পারেননি। পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হওয়ার কারণ এখনও জানা যায়নি। নিশ্চিন্দা থানার পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।
Related Articles
ফুটবলাররা যাতে গোল মিস না করে সেটাই ভাবাচ্ছে আলেজান্দ্র কে –
অঞ্জন চট্টোপাধ্যায়,৯ ডিসেম্বর:- ফুটবলাররা যাতে গোল মিস না করে সেটাই ভাবাচ্ছে আলেজান্দ্র কে -এখনো আই লিগে জয়ের দেখা নেই । দুই ম্যাচ খেলে ভালো ফুটবল ও উপহার দিতে পারে নি ইস্টবেঙ্গল। শতবর্ষে আইলিগে আসছে না টা ধরে নিয়েছে লাল হলুদ সমর্থক রা তবে তাঁদের আস্বস্ত করছেন লাল হলুদের স্পেনীশ কোচ । মনিপুর এ নেরোক এফ […]
শিলিগুড়ির মহকুমার বিধাননগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই গাড়ি,আহত চালক।
দার্জিলিং,১২ ফেব্রুয়ারি:- বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সদরগছ এলাকায় ৩১ নং জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই ছোট গাড়ি। এই ঘটনায় আহত চালক। জানা গিয়েছে যে এদিন গাড়িটি শিলিগুড়ি থেকে রায়গঞ্জের উদ্দেশ্য যাচ্ছিল। ঠিক সেই সময় বিধাননগরের সদরগছের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায়। এই দেখে স্থানীয়রা তরীঘরী আহতকে […]
ভালো কাজের স্বীকৃতি, স্বাস্থ্য কর্মীদের “ডেঙ্গু সেনানী সম্মাননা” পুরস্কার দিল হাওড়া পুরসভা।
হাওড়া, ৪ জানুয়ারি:- ডেঙ্গুর কাজে নিযুক্ত পুর স্বাস্থ্য কর্মীদের মধ্যে থেকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ “ডেঙ্গু সেনানী সম্মাননা” পুরস্কার প্রদান করা হলো। হাওড়া পুরনিগমের তরফ থেকে বুধবার শরৎ সদনে ওই সম্মাননা ট্রফি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, হাওড়া পুরসভার স্বাস্থ্য বিষয়ক পর্যবেক্ষক হিসেবে নিয়োজিত রাজ্যের হেলথ অফিসার ডাঃ […]