এই মুহূর্তে জেলা

ডানকুনিতে বিজয়বর্গীয়র পাল্টা, গলায় গামছা ও দই চিড়ে খেয়ে এনআরসির প্রতিবাদ তৃনমূলের।

 

হুগলি,১০ ফেব্রুয়ারি:- বাংলায় এসে রাস্তায় আচমকাই তার চোখে পরে কিছু মানুষ তাদের গলায় গামছা পরা রাস্তার ধারে বসে দই চিড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরই কৈলাস বিজয়বর্গীয় একটি কর্মী সভায় বলেন দই চিড়ে খাওয়া মানুষগুলো ওপার বাংলা থেকে এসেছে ওরা বাংলাদেশি।আর বিজয়বর্গীর এই উক্তির পরই রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে। এর পরই পাল্টা গলায় গামছা ও দই চিড়ে খেয়ে এন আর সি, সি এএ এর প্রতিবাদে নামলো ডানকুনি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড এর তৃনমূল কংগ্রেস কর্মীরা। সোমবার সকালে ডানকুনিতে রীতিমতো গলায় গামছা ও দই চিড়ে খেতে খেতে এন আর সির বিরুদ্ধে স্লোগান দেন তারা। মিছিলের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানও  তারা।পৌরপ্রতিনিধি শম্ভু সাউ এর নেতৃত্বে এই মিছিল হয়। তিনি বলেন এই বক্তব্যের প্রতিবাদে আমরাও বাংলাদেশি হতে চাই। বিজেপি নেতৃত্বদের জানা উচিত যে দই চিড়ে শুধু বাংলার মানুষ নয় সারা ভারতবর্ষের মানুষ খায়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.