এই মুহূর্তে জেলা

জলের সমস্যা আছে, থাকবে। জলের সমস্যা হলে আমাকে জানান বললেন অরূপ।


হাওড়া, ৭ জুন:- হাওড়া শহরে জলের সমস্যা আছে, থাকবে। জলের সমস্যা হলে আমাকে জানান। আমরা যথাসাধ্য চেষ্টা করব। বুধবার এক অনুষ্ঠানে এসে পুর নাগরিকদের উদ্দেশ্যে একথা বলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন হাওড়া পুরসভার ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডের জল সংকটের সমাধানে নবনির্মিত গভীর নলকূপের শুভ উদ্বোধন হয়। বেলা ১১:০০ টায় রামকৃষ্ণপুরের চারুচন্দ্র সিংহ লেনের চিলড্রেন্স পার্ক ঘেঁসের মাঠে এক অনুষ্ঠানে এর শুভ সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

এদিনের অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, গতকাল থেকে প্রচন্ড দাবদহ চলছে। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাতে না কেউ বের হন। সুতরাং সকলকেই এই সময়টা সুস্থ থাকতে হবে। যতটা সম্ভব রোদ এড়িয়ে চলতে হবে। হাওড়া শহরে কিছু কিছু এলাকায় জলের সমস্যা রয়েছে। সমস্যা হলেই আমাকে জানান। আমরা যথাসাধ্য চেষ্টা করব। পুরসভায় সুজয় চক্রবর্তী, ধবল জৈন রয়েছেন। আমরাও রয়েছি। সুতরাং কোথাও জলের সংকট হলে জলের কোন সমস্যা হলে দ্রুত জানান। আমরা দ্রুত ব্যবস্থা নেব।