এই মুহূর্তে জেলা

ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারে মুখ্যমন্ত্রীর হোম গার্ডের চাকরি দেওয়ার প্রসঙ্গে কটাক্ষ সুকান্তর।


হুগলি, ৬ জুন:- রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ আছে। লুকআউট নোটিশ থাকলে অনুমতি নিয়ে বিদেশে যেতে হয় জানিয়ে যাবো না অনুমতি নিতে হয়। দুটোর মধ্যে পার্থক্য আছে।কেন যেতে চেয়েছিলেন আমি জানিনা তবে তাদের পরিবারের দুজন গিয়েছিলেন তারা আজ অব্ধি ভারতবর্ষে ফেরেননি। মঙ্গলবার শ্রীরামপুরে বিজেপির সাংগঠনিক জেলা অফিসে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এসে এমনটাই জানালেন। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের বিরোধী দলনেতা দেখিয়েছিলেন কোন একজনের নামে পড়েছিল থাইল্যান্ডের একাউন্টে। এই তথ্য যদি সত্যি হয় তাহলে অবশ্যই তার জবাব দিতে হবে।

আজকে আমার নামে বিদেশে কোন একাউন্ট থাকে সেখানে যদি টাকা জমা পড়ে তাহলে আমাকে তার জবাব দিতে হবে। এদিকে বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের একজনকে রাজ্যের মুখ্যমন্ত্রীর হোম গার্ডে চাকরি দেওয়ার ঘোষণা প্রসঙ্গে সুকান্তের কটাক্ষ, যারা মারা গেছেন তাদের পরিবারকে হোম গার্ডের চাকরি দেবেন মুখ্যমন্ত্রী বলেছেন হোম কার্ডের চাকরি কেন দেবেন আরো ভালো চাকরি দিন যোগ্যতা আছে সে অনুযায়ী চাকরি দেওয়া উচিত পশ্চিমবঙ্গের কি এটাই ট্র্যাডিশন হবে বোম বিস্ফোরণ বা রেল দুর্ঘটনা মারা গেলে তবেই চাকরি পাবে পরীক্ষা দিয়ে কি কোন চাকরি হবে না।