এই মুহূর্তে কলকাতা

অভিষেক পত্নীকে আটকে অমানবিক কাজ করেছে ইডি, কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৫ জুন:- অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে অভিষেক পত্নীকে আটকে অমানবিক কাজ করেছে ইডি। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও তাদের এজেন্সি রাজের দিকে আঙুল তুলে আরও একবার কড়া আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্পষ্ট যুক্তি যুক্তি, এক্ষেত্রে ইডি আগেই বলতে পারত তুমি যেও না। অর্থাৎ বিমান বন্দরে তাঁকে আটক করার পিছনে পরিকল্পিত নাটক রয়েছে, সেদিকেই ইঙ্গিত করেছেন নেত্রী।দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ৪ জনের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের রুজিরা সংক্রান্ত প্রশ্নের উত্তরে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘একটা পঞ্জাবি মেয়ে। ওর মা খুব অসুস্থ।

সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে যদি ও কখনও বাইরে যায় তাহলে ইডিকে একটা জানাতে হবে। সেই অনুসারে ও অনেকদিন আগে ইডিকে জানিয়েছিল। তখন ইডি বলতে পারত তুমি যেও না। কিন্তু এয়ারপোর্টে গিয়ে হাতে নোটিশ ধরানো যে ৮ তারিখে তুমি এসো… অমানবিক জিনিস চলছে’। সোমবার সকালে ২ সন্তানকে নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে যাওয়ার জন্য দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে উঠতে যান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিবাসন পরীক্ষার সময় তাঁকে আটকান ইডির আধিকারিকরা। রুজিরা জানান, তিনি অসুস্থ মা-কে দেখতে যাচ্ছেন। আদালতে নির্দেশ মেনে আগাম সেকথা ইডিকে জানিয়েছেন তিনি। পালটা ইডির আধিকারিকরা জানান, তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি রয়েছে। ফলে দেশের বাইরে যেতে পারবেন না তিনি। এর পরই রুজিরাকে ৮ জুন হাজিরা দেওয়ার জন্য নথি ধরান ইডির আধিকারিকরা।